প্রাচীন কালে আরাকান মিয়ানমার অবস্থান
রোহিঙ্গা মুসলিম নিধনে বুদ্ধিস্টের শ্লোগান
হেলিকপ্টারে ফেলে বোমা নিষ্ঠুর নির্যাতন
ঘরবাড়ি জ্বালিয়ে দিলো ক্ষ্যান্ত হয়নি মন।
নারী শিশু বাস্তুহারা নির্যাতনের বীভিশিখা
মিয়ানমার আকাশে রোহিঙ্গা লাশের ধোঁয়া
বাঁচাও বাঁচাও নারী শিশুর করুণ চিৎকার
বিজেপি সেনার মন গলেনা করছে উল্লাস।
নাফ নদী দেয় পাড়ি একটু ঠাঁই পাই যদি
ভাসমান নৌকা ভর্তি রহিঙ্গাদের করে গুলি
জলে আছরে পড়ে শিশুর জীবন হয় বলি
গুলিতে প্রাণ গেলো নদীতে ভাসছে লাশ।
বাস্তুহারা রহিঙ্গাদের বনে জলে নাই ঠাঁই
জাতি সংঘ মানবাধিকার দেখেও দেখে না!
নির্যাতনের নির্লজ্জ হাসি সিঙ্গাপুরে অংসাং সুচি
শান্তিতে নোবেল জয়ী হিং¯্র এ মানস পরি।
নানা দেশের প্রতিবাদ রহিঙ্গা নির্যাতন বন্ধ হোক
স্ট্রিম রুলারের ন্যায় বিজেপি বাড়লো ক্ষোপ
রাত দিনে ফিরায়ে দিলো নদীতে ভাসে রহিঙ্গা
চীনের সীমান্ত খুলে দেয়ায় কিছুটা ঠাঁই হলো।
নারীর ওপর বিজেপি সেনার শারীরিক নির্যাতন
পুরুষের গলা কাটে অবাধে চলে রহিঙ্গা নির্ধন
যুগযুগ চলা রহিঙ্গা নির্যাতনের নাই কোন রহম
বিধাতা কবুল করো রহিঙ্গা মায়ের আর্ত নাথ।
-০-
২০-১২-১৬