রাজ কন্যা বসুধা এলো
তিন দিন থেকে গেলো
বাবা-মায়ের কত আশা
ক্ষনিক ধন দিলে জ্বালা।
গর্ভে ছিলো সাত মাস
দেখা হয়নি এক নিঃশ্বাস
প্রসব ব্যথায় মা অজ্ঞান
তার বিদায়ে ফিরে জ্ঞান।
আমার রাজ কন্যা কোথায়
কাছে আন রাখব মাথায়
সন্তান হারা নববধূ নারী
স্বামীর কাছে আহা-জারি।
রাজ কন্যা তরে হতাশ
দাদা-দাদীর মন নিরাশ
গোরস্থান দূরে নাহি নিব
ঘরের পাশে কবর দিব।
মেডিকেলে মা’র বিছানা
প্রাণ-পণ শিশুর নিশানা
আত্মীয় স্বজন সবাই এলো
রাজ কন্যা বিদায় নিলো।
-০-
০৮-০১-২৫