প্ররস্ফুটিত পুব বাদলে
উদ্ভাসিত আভা নিয়ে
রঙ্গীন কিরণ অনলে
রোজ উঠ ধরণীতে।
সারা জাহানে আভা বিলে
তিমির লুকায় যাই পালিয়ে
নয়নে দেখি পাই না ধরা
ঘিরে রাখার নাই সীমানা।
সকাল বেলার শিশির কণা
আলোক ঝিলে মুক্তা-হীরা
সতেজ যত তরুলতা
লুকো চুরির কত খেলা।
কোন বাদলে লুকিয়ে যাও
ধরায় আঁধার বিলিয়ে দাও
রাত পোহালে প্রস্তুত
নিত্য দেখি প্রভাতে।