প্রকৃতি
চৌদ্দশ ত্রিশ আষাঢ়ে দিন
বৃষ্টির ছন্দে চোখে নাই নিন।
রাত-দিন বৃষ্টি চলে রিমঝিম
আলসে যাই ঘরে বর্ষার দিন।  
বজ্রপাত আলোক ঝিলিক
ভয়ে জাগে ঘুমন্ত মৃগ
বৃষ্টিতে কিচিরমিচির ডাকে।
প্রকৃতি পেখম মেলে ধরা
বর্ষায় তরুলতা সতেজ ভরা  
জোয়ারে ভাংল নদীর বাঁধ
কৃষাণের ঘর হলো সর্বনাশ।
ব্রহ্মপুত্র-তিস্তায় পাহাড়ি ঢল
প্রবল বর্ষণে প্লাবিত চরাঞ্চল।
অসীম দুর্ভোগ চরবাসীর গ্রাম
বালির ঘরে খেলা জীবন মান।
যমুনা আর পদ্মার তীব্র ভাঙ্গন
নিদারুন কষ্টে কাঁদে কত স্বজন।
নদী-নালায় ভরা সবুজের দেশ
বর্ষায় বদলায় প্রকৃতির বেশ।
-০-
২০ আষাঢ় ১৪৩০