আয় মোর পল্লী বধু
গ্রাম ছেড়ে আয় শহরে
করিস না দেরি
শহরে খেলা দেখো যদি।

হায় মোর মানিক রতন
করবো তোমায় কত যতন
এখনো তুমি আছ বসে
নিবিড় ওই খোপ রাতে।

শহরে যত কল কারখানা
এক নজর ঘুরে দেখাবো
যান বাহনে চড়ে বেড়াব
যদি শহরে বেড়াতে আস।

-০-