অভাব অভাব বলে তুমি
কত না হয়েছো হতাশ
অভাব কথাটি কী যেন
নিত্য চাহিদা যার প্রকাশ।
অভাবের কথা ভাবতে গিয়ে
জীবন তোমার যায় কাটিয়ে
নিত্য যখন পূরণ হলো
অভাব তো হারিয়ে গেল।
অভাব অফুরন্ত, সময় সীমিত
যার মাঝে জীবন অতিক্রম কৃত
যদি হতে চাও জয়ী, হতে পার;
চাহিদা কখনো অভাব না ভাব।
বিধাতা তোমায় দিয়েছ অভাব
যাও করে কাজ নিরলস স্বভাব
অভাবের মাঝে জীবন গড়ি
অল্পেই মোরা হবো খুশি।
-০-