তুমি নিশ্চয় নীড় অপরাগ
বাঁধিলে পণ গড়াতে পারো
বন লতার পাহাড় সাঁজ
তুমি তো অপরাগ।
গড়াতে পারো মানিক রতন
মনে ভাবো রাজা বাদশার ধন
দেখলেও হারিয়ে ফেল
কী যেন কাল্পনিক মন।
নেইকো তাতে গন্ধ সাধ
চারদিক ছড়ালে আলোর ঝাঁক
নিবিড় বনে তিমির রাত
সত্যি তুমি অপরাগ।