হ্যাপি নিউ ইয়ার প্রত্যাশা সবার
পৃথিবীতে আসুক শান্তির বারতা
সুখে থাকুক বিশ্ব মানব সভ্যতা
যুদ্ধ বন্ধ করো মধ্যপ্রাচের রাজারা।
ফিলিস্তিন-সিরিয়ায় বর্বতার ছাপ
কুড়িপঁচিশে চাইনা মানুষের লাশ
কেন রাহাজানি শক্তি প্রদর্শনী হাট
আমেরিকা অন্তরায় অশান্তি মাঠ।
প্রযুক্তির আবিস্কার মানবতা তিরস্কার
বন্ধুক আর বোমা অশান্তির হাতিয়ার
চিকিৎসালয়ে ফেলছে ভারিভারি বোমা
নারী –শিশুর আত্মচিৎকার যুদ্ধ থামা।
আগামীর পৃথিবী হোক সুখ শান্তি ভরা
অবুঝ শিশু জন্মে পাক নিরাপদ ধরা
দেশে দেশে হানাহানি সব করেন বন্ধ
প্রকৃতি সতেজ হোক পৃথিবী থাক শান্ত।
31-12-2024