যারে খুঁজি যুগ যুগ ধরে
মুক্তি সেনার বেশ ধরে
তোরা চিনিস ওরা কে?
প্রবাসী দুষর করছে সফর
স্বাধীন বাংলায় অনবর
ঠোঁট উল্টাতে হয় না দেরি
ওরা নিষ্ঠুর ও যাযাবর।  
কর্ণপাত হয়নি কারো কথা
হানী করে নারীর ইজ্জত
কারো ছিল না নারীর দরদ
যদি দেখো বর্বরতা
রুখো অবহেলা কর না
ওদের আমি চিনিনা।  
আজ তোরা ভুলে যাস না
স্বাধীনতার মুক্তি সেনা ।
-০-