পাখ পাখালির কলোহলে
কত কথা পড়ে মনে
পথ চলতে মাঠে ঘাটে
মুক্ত বায়ু দোলা দিলে।
মুগ্ধ নবীন মুক্ত বাদল
ভাবনা ওদের কত অটল
যদি থাকত ডানা তারে
উড়াল দিত পাখির সারে।
বন অরণ্যে ঘুরে বেড়াত
মুক্ত প্রাণে সাধ মেটাত
অচেনা আর অদেখা তে
আপন ভাবনায়  জানত।
যখন নদীর ঢেউ দেখত
সাত সমুদ্র পাড়ি দিত
গো ধুলি বেলার চরণ ঢল
কত ভাবনা মনের বল।
-০-