তোমার ছন্দে প্রাণ ভুলে
আত্মাকে হারিয়ে ফেলি
ধরার এই জগৎ হতে
কোথায় তুমি যাও চলে।
আমাকে একলা ফেলে
ক্ষণিকে জন্য ভুলে গেলে
হৃদয় বেশে আছো মিশে
ভুলতে চাই কত করে।
আখিতে যে মোরে ভাসে
ঋতু জুরে বছর ঘুরে
কেমন করে পাই তরে
ক্ষনে-অক্ষনে পড়ে মনে।
-০-