আমি তো চিনি না ওরা কে?
খুঁজি যারে যুগ যুগ ধরে
মুক্তি সেনার বেশ ধরে।
করছে সফর প্রবাসী দুষর
ঠোঁট উল্টাতে করে না দেরি
ওরা নিষ্ঠুর ও যাযাবর
কর্ণপাত করে না কারো কথা।
কেড়ে নিয়েছিল নারীর ইজ্জত
কেউ ছিল-না রক্ষক
স্বাধীনতার সৈন্য-সেনা
আজ তোরা ভুলে যাস না।
বর্বরতা দেখলে কোথাও
রুখে দাঁড়াতে অলসতা কর না
আমি তো ওদের চিনি না।
-০-