কাঞ্জনজঙ্ঘা দেখিবা অসেন হামার তেঁতুলিয়া
খালি চোখে দেখিবেন ডাকবাংলোয় বসিয়া
আকাশ যদি পরিষ্কার থাকে তখন যাবে দেখা
মেঘ ময় কুয়াশা হলে পরবেন ফাঁকা।
ডাকবাংলোর উঁচু টিলায় সারি সারি তেঁতুল গাছ
তেঁতুল বিচি কর নিয়ে রাণীর ঘরের সাঁজ
টিটু নামের আউলিয়া দরবেশ আগমন
দু’শব্দে ইয়া প্রত্যয় যোগে তেঁতুলিয়া নামকরণ।
সবুজ শ্যামল গাছপালা ভরপুর তেঁতুলিয়া
সমতলে সবুজ বাগান চোখ জুড়ানো মেলা
সকাল-দুপুর সন্ধ্যা-বেলা অপরূপ খেলা
তেঁতুল তলা হবে আড্ডা সকাল সন্ধ্যা বেলা।
ছয়ঋতুতে দেখা যায় দার্জিলিং পর্বতমালা
তার উপরে বরফ আচ্ছাদিত কাঞ্জনজঙ্ঘা
কপাল যদি ভালো থাকে যাবে দেখা
পাঁচগড়ের সমাহার থানা তেঁতুলিয়া।
মহানন্দার পাথর কুয়াড়ি শ্রমিকের ভেলা
সীমান্তে কড়াকড়ি জীবন বাজি খেলা
যুগ যুগ ধরে পাথর তোলে ফুরায়নি রেশ
কাঞ্জনজঙ্ঘা দেখিবা অসেন লাগবে বেশ।
পুরাতন বাজার বদলে হলো মহানন্দা পার্ক
তার আগে বন্দরে বসে সাপ্তাহিক হাট
পার্কে বসে দেখা যাবে হাফতিয়া ঘাট
কাঞ্জনজঙ্ঘা দেখিবা অসেন বারমাস।
বাংলাবান্ধা জিরোপয়েন্ট ভারত ফুল বাড়ি ঘেঁষা
সপ্তাহে দু’দিন প্যারেড বিজিবি-বিএসএফ মেশা
বিকাল চারটায় রিটট্রিট প্যারেড সৌন্দর্য ভরা
কাঞ্জনজঙ্ঘা দেখিবা অসেন প্রাণে ছোঁয়া।
রওশনপুর মিনাবাজার আনন্দধারা সেরা
গাঁয়ের মেঠোপথে নানারূপ শোভা
ঢাকা থেকে সড়ক, রেলপথে যাবে আসা
কাঞ্জন জঙ্ঘা দেখিবা অসেন ভোর বেলা।
-০-
17-11-24