হামারতি বেড়বা অসেন
বসবার দিম পিড়া
পরত দিম ঘসি আগুন
সংগে ভাকা-পিঠা।
কাইল দিঘি ছেকিছু
ষোল মাছ মারিছু
বাইসা খাবার তানে
আইতত আন্ধে রাখিছু।
বিহানে গরম ভাকা-পিঠা
বাটিত মাছের তরকারি
নবান্ন উৎসব ঘরে-ঘরে
তুমরা অসেন হামার বাড়ি।
জুয়াই-বেটি ওইছে হামার
ঘরত পিঠা-পুলির বাহার
চাউল গুঁড়া কুটছে মাই লা
বানাম নুনাস-গুড়গুড়িয়া পিঠা।
চুলা ঘরত ডেজকি-হাঁড়িত
ঘসি গৈঠা রাখিছু সারিত
অখন-পৌষত অসেন
হামার গ্রামের বাড়িত।
-০-
০৬-১২-২০২৩