বাবু ঠাণ্ডা কাবু গরম কাপড় চাই
পৌষ-মাঘ শীত ঋতু বুঝেন ভাই।
ছয় ঋতুর দেশ নাই কোন লেস
ক্ষনে ক্ষনে বদলায় প্রকৃতির বেশ।
হাঁড় কাঁপানো শীত চোখে নাই নিদ
দাদী গপ্প শুনান রাবনের গীত।
কুয়াশা ঢাকা যত মাঠ-ঘাট
দূর্বাঘাসে শিশির মুক্তা সাঁজ।
লাঙ্গল কাঁধে গরু জোরা সাথে
কনকনে শীতে দেহ তার কাঁপে।
গাছি কাঁধে কলস খেজুর রস
সূর্য উদয়ে রোজ হাটে বস।
বড্ড শীত উত্তরে বাবু জানে
হিমবাহ বহে পশমী না মানে।
হামার পঁচাগড়ে কঠিন শীত
বাবুর ঠোঁটে গুনগুন গীত।