আমার গানের কলি করবো কারে দান
গান গেয়ে শোনালে থাকবে মান
দুখে ভরে মন কষ্টে আমার জীবন
সুখের তরে চষে বেড়ায় মাঠ মহাজন।

সেই মাঠে খেলা করে জীবন যৌবন
বেলা যখন হেলে গেলো নিস্তেজ মন
সময় থাকতে করিনি জীবনের পণ
আমার দিনক্ষণ হারালো উদাসী মন।

যা হবার হয়ে গেছে এখনো শুধরে নাও
খোদা ভবিষ্য কাণ্ডারী তারে গড়ে দাও
আমার ভুল বুঝ না সবাই শোনে যাও
জীবন যৌবন থাকতে গুছে  নাও।
-০- ০৮/০৯/১৯