সন্তান সম্ভাবা এক নারী
খোদার কাছে কী মিনতি
গর্ভের সন্তান সুস্থ থাকুক
জগৎ জন্মে হাসি ফুটুক।
আট মাসে খেলো সাধ
শ্বশুর বাড়ি স্বজন হাট
সাত রকমে সাধ খাবার
আনন্দ ক্ষণে সব সাবাড়।
সুন্দর শাড়ি পরনে নারী
বর পক্ষে মেহমান দারি
হাসি-খুশি অতিথির মন
নারী গর্ভে সন্তান যখন।
আতিথেয়তা শেষ হলো
বাড়ি ফেরার বাস এলো
সবাই যখন গাড়ি গেল
নারী মাকে ধরে নিল।
মৃদু স্বরে দু’ঠোঁটে বলে
মা আমি যাব ওই দলে
শাশুড়ি কী বুঝে আড়ে
মা’র বাড়ি হবেনা বারে।
ফি দিন ফিরে আস ঘুরে
বাপের বাড়িত মন জুড়ে
চাচী মায়ের খাটাস কথা
দুচোখ গড়ে জল ফোটা।
সন্তানের জন্য নারীর কষ্ট
নয় মাস উদরে বেদনা সহ্য
সন্তান দায় সব ভুলে যাই
বসুধা আলো দেখবে তাই।
কোলে পিঠে মা নিবে
দু’বছর বুকে দুধ দিবে
হাগা-মুতা মা’র কোলে
হেসে খেলে যত্ন মিলে।
দুখিনী মা’র কত যন্ত্রণা
যুবক হলেও বুঝে না
নারীর মনে কত আশা
সংসারে হবে ভালবাসা।
-০-
২৯-১২-২০২৪