গাঁয়ের মেয়ে মরিয়ম
পড়া শোনায় হরদম
ছুটে চলা গগন চুম্বি
জীবন যুদ্ধে সারাক্ষন।

বাপ-মাও বেঁচে আছেন
ভাই-বোন ছয় জন
সবার মাঝে মিল আছে
কেহ পৃথক হবে না।

ঘর ছাড়া করল স্বামী
বড় কন্যা সফর সঙ্গী
কোথায় যায় কি করি
ফিরে যাব বাপের বাড়ি।

চাকুরি অর্থে স্বামীর ঘর
সাঁজানো শেষে হলো পর
দুখের জ্বালা বলে কোথায়
বিচার চেয়ে ছুড়ে বেড়ায়।

সবার প্রিয় ছিল মরিময়
ভিটে মাটির কথা যখন
বাঁধ সাধে কথা কাজে
মেঝ ভাই বৌদি তখন।

মরিয়ম যাবে কোথায়
বাপের কথা একটাই
স্বার্থে যখন আঘাত লাগে  
ঐক্য ভাঙ্গে দ্বন্দ্ব ফাঁকে।

কষ্টে জ্বালা অন্তর ছাঁই  
স্বপ্ন দেখে হেরে যায়
সাথে থাকবে বাপ-ভাই
জীবন যুদ্ধে লড়বে তাই।  
-০-
07-12-24