ইঁদুরের বন্দনা নতুন ফসলে যন্ত্রণা
কৃষানের ঘুম নাই ইঁদুর যে মরে না
ধারালে লাঙ্গল দাঁত ব্রেক জানে না
ক্ষেতে চাষ দেয় দিকব্দিক মানে না।
ইঁদুর উৎপাত মাঠে ফসল বিনাশ
প্রতি দিনে কৃষান করে হাই হুতাশ
ইঁদুর মার লেজ কাট ফসল তরে
নিত্য ফসলের মাঠে ইঁদুর মরে।
গ্যাস টেবলেট বিষের কদর বাড়ে
ঘর ছেড়ে ইঁদুর দৌড়ে তারে নারে
বিড়াল চুপিসারে ঘাপটি মারে বসে
সুযোগ বুঝে এক লাফে কোষে।
চাষির আন্দোলন ইঁদুর কে ঘিরে
ফসল তুলবই যদি বাড়ি ফিরে
গর্তের খাবার ঠাণ্ডা ইঁদুরের ধান্ধা
ফসল সর্বনাশ কৃষানের মন্দা।
ইঁদুর কে মাউস বলে দুনিয়া চিনে
কম্পিউটারে যত কাজ ইঁদুর জানে
ইঁদুর বড় চালাক টিপলে হয় কাজ
কৃষানের ফসল করে চিচিংফাঁক ফাঁক।
-0-
222-01-25