আজ রাতে বোকারাম একটা স্বপ্ন দেখল। তখন অনেক রাত। ঘুম ভেঙ্গে গেল কিছু ভাল লাগছে না। সে কোন দিন এত রাত জেগে থাকেনি। তাকে দাদু বলত বেশি রাত জেগে থাকা ভাল না। রাতে না ঘুমালে শরীরের বেশ ক্ষতি হয়। বোকারাম ভাবছ দাদু যে কথা বলেছে তা যদি সত্যি হয়। তাহলে তো আমার ঘুমটা ভাঙ্গার কারণ সত্যি হবে। বোকারাম ভাবল কাল আমাকে ডাক্তার বাবুর কাছে যেতে হবে। রাতে ঘুমানোর জন্য একটা কিছু তো দেবেন। তাতে যদি আমার স্বাস্থ্য ফিরে। সকাল বেলা ঘুম থেকে উঠে সোঁজা ডাক্তার বাবুর বাসায় গেল। তখনো ডাক্তার বাবু ঘুম থেকে উঠেনি। মনে হলো ডাক্তার বাবু বেশ ক্লান্ত। তাই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন।
আমি দিনে কাজ করে এত ক্লান্ত হয়ে পড়ি। তাতেও আমার ঘুম হয় না। তাহলে ডাক্তার বাবুর যত ঘুম! আজ রাতে না খেয়ে ঘুমাব। তাতে অন্তত ক্লান্তির ঘুম পূরণ হবে। বোকারাম রাতে না খেলে ঘুমাতে পারে না। ভাবল ঘুম পূরন হলে রাতে উঠে খাবে। সে ঘুমানোর জন্য দরজা সেটে শুয়ে পড়ল। কিন্তু রাতের খাবার ঘরে নিতে ভুলে গেছে। এখন কিভাবে খাবার নিবে।  সদর ঘরের দরজা সীটকাটি আটকানো। যখন গভীর রাত হলো তখনো তাকে ঘুম ধরে না। সে বিছানায় শুয়ে গুণ গুণ গান করছে। কিন্তু গানও জানে না। তখনো সূর্য উঠেনি। আবার ছুটল ডাক্তার বাবুর কাছে। পথে আবছা আবছা অন্ধকার। সে এদিন দেখল ডাক্তার বাবু শিশির ভেঁজা ঘাসে হাঁটছে। সে ডাক্তার বাবুকে দেখে হাত উঁচিয়ে একটা সালাম দিল।
বোকারামের মনে ভাবছে আজ রাতে ডাক্তার বাবু ঘুমাতে পারেনি। নিশ্চয় কোন একটা স্বপ্ন দেখেছে। এবার সে ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করল ও ডাক্তার বাবু। আমার মতো আজ রাতে হইত আপনারও ঘুম হয়নি। ডাক্তার বাবু জানেন; আমি বিছানায় শুইলে  সারা শরীরে কী যেন কামড়ায়। সকালে দেখি মাংস পিন্ডে ছোট ছোট রক্ত জমাট বেঁধেছে। ডাক্তার বাবুর তাকে বলল আর কী সমস্যা? ডাক্তার বাবু; আমি সেদিন দেখলাম আপনি অনেক বেলা ধরে ঘুমাচ্ছেন। আপনার দাঁড়োয়ান আমাকে বলল ডাক্তার বাবু ক্লান্ত। ডাক্তার মশায় আমি তো ঘুমায়ে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু বিছানায় ঘুমাতে গেলে চোখ জ্বলে। কোন কিছুতে ঘুম ধরে না। শুধু শরীরে মোচরানী দেয়। ডাক্তার বাবু আমার শরীর যেন খারাপ না হয়। তাই আপনার কাছে দাবা নিতে এসেছি। বোকারাম তোমার বিছানায় কী পোকা-মাকড় বাস করে। কোন ছেড়া কাঁথা কাপড় আছে কি?। বোকারাম গ্রামের মোড়ল। ডাক্তার বাবুর কথায় লজ্জা পেল। ডাক্তার বাবু আমি বেক গ্রামের মোড়ল। সবার বিচার শালীস করে বেড়াই তাতে সারাদিন ব্যস্ত থাকি। ছিড়া কাঁথা দেখুম কী করে। এত ক্লান্ত তাতে ঘুমানোর সময় নাই। আর কখন কাঁথা বালিশ দেখুম। বোকারাম তুই খুব চালাক।  তাই তোর ঘুম হয় না। বিছানায় ছারপোকার বাসা। আর আমাকে বিরক্তি করার যত সব ঠাড্ডা তাই না। বোকারাম ছি! ছি! ডাক্তার বাবু; আমি ছারপোকা! ডাক্তার বাবু তোমার বিছানায় ছারপোকার ডিমও আছে। হায়-রে ডাক্তার বাবু।  আমি এই বেক গ্রামের মোড়ল। যদি ডিম দেয়ানোর কথা শোনে; তাহলে আমার বিছানায় কেউ বসবে না। ডাক্তার বাবু কী কারণে বসবে না। ডাক্তার মশায় যদি ডিম ভেঙ্গে যায় এই ভয়ে। বোকারাম তুই তো ঘুমাতে পারিস না। তাহলে মানুষ বসবে কী করে। এবার বাড়িতে যাও। রাতে বিছানায় শুইয়া নীল স্বপ্ন দেখ। আগে শরীরে দাগ হোক তারপর দাবা নিতে আস। ডাক্তার বাবু আমি তো ঘুমাতে পারি না। তাহলে রাতে আপনার জন্য ডিম আনব। ডাক্তার কিসের ডিম। কেন ছারপোকার ডিম। #