দুনিয়া জুড়ে নগ্ন খেলা
যুদ্ধ রাহাজানি মেলা
খেলাতে মেতে হবে জেতা
ভাবে পশ্চিমা বিশ্ব নেতা।
যুদ্ধ দামামা অস্থির চারদিক
শান্তি খুঁজে জনতা নির্ভিক
নিরাপদ শিশুর না হয় বরণ
বোমার আঘাতে জীবন্ত মরণ।
জাতি ধর্মে রাহাজানি রেশ
গদিতে রাজা মজায় বেশ
ঘরে ঘরে অশান্তি স্বার্থের তরে
অতি লোভে তাতি কষ্টে মরে।
দুনিয়ার মানব ঐক্যের হাঁক
যুদ্ধের হুংকার বন্ধের ডাক
প্রত্যেকে মোরা পরের তরে
শান্তি হোক বিশ্ব দরবারে।
-০-
08-12-24