বানভাসি মানুষের যত কষ্ট
বর্ষা এলো আতঙ্ক ছড়ালো
রাতে ঘুম নাই দিনে কষ্ট হায়
কখন বন্যার পানি এসে যায়।
খাল খন্দ বন্ধ দালান নির্মাণ
যত দিন যায় সভ্যতার ম্লান
চরবাসীর দুঃখ উজানের বাঁধ
রক্ষা নাই বসত ভিটার সাধ।
গজল ডোবা ছাড়ে বন্যা হাঁক
পানির তোড়ে ভাঙ্গে চরের ঘাট
নিদারুন কষ্টে ভাসে শত প্রাণ
দূর্ভোগে মানুষ পথ-ঘাটে থান।
বক্ষ্মপুত্র- তিস্তা, যমুনা-পদ্মার ভাঙ্গন
নদীর গর্ভে বিলীন ঘরে ঘরে কান্দন
গ্রামের পর গ্রাম ধ্বংস সহেনা যান
বানভাসি মানুষের জীবন মান।
-০-
০৮-০৭-২৪