জানিনা ঘরে ভাবিস বসি
প্রকৃতির পাগলেরা স্বার্থান্বেষী
জনমে অনেক হারায় তাঁরা
প্রতিদানে নিঃস্বহনীয় ব্যথা
সত্যই ওরা অবলা-সবলা।
সমাদর করিও হব স্বার্থক
তোদের নিয়া লেখা যতসব
স্বপ্নের শহরে কী আজব
প্রতিদান নয়;স্মরণে কলব।
পদ্য লিখে করি অর্পণ
অবশ্য তোরা করো গ্রহণ
চাইনে কোন ভাব প্রতিদান
অবজ্ঞা নয়, করিও সম্মান।
-০-