বাপ সরকারি চাকুরি করে
ফুটানি এত কিসের তরে
দিন-রাত কর্মে ছুটে চলে
যার পরি শ্রমে টাকা মেলে।
টাকা কামাতে ঘাম ঝরে
পরিবার তাতে ফুর্তি করে
বাপের রোজগার বন্ধ হলো
নাচা কুদ্দা সব থমকে গেল।
চাকুরি থেকে নিলো পেনশন
সেই দিন শুরু সবার টেনশন
যখন বয়সের ভারে  শয্যাশায়ী
পরিবারে ভারি চিকিৎসা নাহি।
একদিন বাপের হলো মরণ
ভাগ বাটোয়ারা অর্থের স্মরন
তা নিয়ে সবার দিনরাত দ্বন্দ্ব
দুনিয়াতে বাপের ভাগ্য মন্দ।
নিথর দেহ এ্যাম্বুলেন্স আনল
চব্বিশ ঘণ্টা প্রতিবেশি জানল
তখনো মরা লাশ গাড়ীতে ছিল
জনপ্রতিধি এসে নামায়ে নিল।
পেনশন জের বাজি সন্তান নারী
দূর্ভাগা এক বাপ চট্টগ্রামে বাড়ি
মরণে মুহূর্তে হারাল জাত কুল
পৃথিবীর যত সম্পদ অনর্থের মূল।  
-০-
15-01-25