সনদ যখন ব্যর্থ
পকেটে নেই অর্থ
আবেদন করা শেষ
বেকার আছি বেশ।

আবার জাগে স্বপ্ন
চাই হলেও অল্প,
তখন দাড়াই পঁয়ত্রিশ
আমাকে সুযোগ দিস।

সেই স্বপ্নেও কিল
বের করো মিছিল,
কেন মারো ঢিল
প্রতিভা নিয়েছে চিল।

রাত দুপুরে মিছিল
পঁয়ত্রিশের বিরুদ্ধে মিল,
যখন হলো নোটিশ
কেন বিরুদ্ধারচন করিস।

তুমি কিসের মেধাবী
পঁয়ত্রিশের বিরুদ্ধে আহাজারি,
তোমার ক্যাম্পাসেই হত্যা
তুমি পাওনা ব্যাথা।

তোমরাই দাও ত্রাণ
আবার কাড়ো প্রাণ,
অসহায়কে করো কিল
কোথায় তোমার মিছিল।