এই পৃথিবীর কত ইতিহাস
কত মানুষের বসবাস,
মায়ের কাছে শুনেছি গল্পে
অনেকেই মরেছে বয়স স্বল্পে।

মারা গেছে আমার পিতা
হয়তো বলতে চেয়েছিল কথা,
কি জানি কি ব্যাথা
আমি বুঝতে পারিনি সেথা।

মরে গেছে আমার দাদা-দাদি
আর নেই প্রিয় নানা-নানি,
পেয়েছিলাম ছুটি কোনোমতে
গিয়েছিলাম নানির জানাজাতে।

কত সহস্র স্মৃতি
কত বিনিদ্র তিথী,
শিশুকালে শয়ণকক্ষে
জড়িয়ে ধরেছিল বক্ষে।

বক্ষে জড়ানো সেই হাত
আজ তোমার সমীপে পাত,
ক্ষমা করে দিও তাদের
আমার পেছনে ভূমিকা যাদের।