আমার করা প্লান
তোমাকে করেছে ম্লান,
তুমি ছিলে নিরাপরাধী
প্রচার করেছি অপরাধী।
আমারই বুঝানো ভূগোল
তোমাকে করেছে পাগল,
আমারই গড়া দল
তোমার ভেঙ্গেছে বল।
আমার ছড়ানো গীবত
তোমাকে করেছে বধ,
আমারই প্রচারিত ছি-ছি
তোমারই করেছে হি-হি।
তবুও তুমিই বুদ্ধ
করতে পারিনি রুদ্ধ,
যতই করেছি যুদ্ধ
আমিই হয়েছি ক্রুদ্ধ।
তুমি আজ পাঁচতলাই
আমি ঠিকই গাছতলাই,
আর নেই আর্জি
আমি এখন ক্ষমাপ্রার্থী।
আসুন আমরা মাঝেমাঝে
খুঁজে দেখি নিজেকে,
কাকে করেছি সর্বনাশ
কার ভেঙ্গেছি বিশ্বাস।