শিক্ষকতা মহান পেশা বলা হয়  
পুস্তকে লেখা কথাগুলো সয় ,
তবে কতটুকু সত্য এটাই ভাবি  
বেতন পেয়ে চলা এক মহাযাত্রী।

পাঁচশত টাকায় কী হয় বলুন  
চিকিৎসা বাদেই আপনারা জ্বলুন,
হাজার টাকায় বাড়ি ভাড়া মেলে  
জীবন যেন এক মহা দ্বন্দ্বে পা ফেলে।

শ্রেণিকক্ষেও শিক্ষক বৈষম্যের শিকার  
নিন্ম গ্রেডের শিক্ষক হয় নির্যাতন বারবার,
উচ্চ গ্রেডের শিক্ষক করে অপমান  
দলাদলি করে শিক্ষাপ্রতিষ্ঠানের হারায় মান।

কিছু মিথ্যাবাদী কিছু আক্রমণাত্মক  
অন্যের ভালোতে কেন হিংসাত্মক,
বলুন আপনি হাত রেখে বক্ষে
সময়মত যান কি শ্রেণিকক্ষে।

প্রাইভেট শিক্ষার্থীর কেয়ার বেশী  
শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগ নেহি,  
শিক্ষকদের সমস্যার হোক অবসান
ফিরে আসুক শিক্ষকদের যথার্থ মান।