আমি মারা যাব
আরকি সুযোগ পাব,
ক্ষমা করে দিও
বিদায়! হে প্রিয়।
যাদের সাথে চলেছি
আমি অন্যায় করেছি,
সব ধরণের শিক্ষক
সব শ্রেণির শিক্ষার্থী।
দুর্দিনের প্রিয় অভিভাবক
সমালোচক ও পাঠক,
হে অনাগত শিশু
ভুল নিওনা কিছু।
যদিকরি ভাল কাজ
চর্চা করিও সমাজ,
ধর্মে থাকলে নিষিদ্ধ
হইওনা তাতে আবদ্ধ।