ছাত্র আন্দোলন থেকে আজ
একের পর এক চলছেই কাজ,
সার্কুলারগুলো নিজেই মিস
অনেকেই পেরিয়েছে ত্রিশ।

আন্দোলন থেকে আজ পর্যন্ত
যদি সার্কুলার হতো না অন্ত,
আমিও পেতাম হয়তো সুযোগ
ত্রিশ প্লাসদের  হতোনা ভোগ।

নতুন রাষ্ট্র ও বন্যা পরিস্থিতি
জানি না কি আছে নিয়তি,
পঁয়ত্রিশের পাচ্ছি না গতি
তবে কি হবে আমাদের ইতি।

তাহলে কি নামবো রাজপথে
ব্যানার নিয়ে হবো একসাথে,
আন্দোলনই কি হবে সমাধান
ঐ আন্দোলন থেকেও সাবধান।

দেখবেন একদিন যে কোন বিষয়ে
শুরু হবে আন্দোলন তুলবে বিষিয়ে।
যদি রাজপথই হয় আমাদের মানদণ্ড
কেউ তাতে ঘি ঢেলে করবে লন্ডভন্ড।

নৈতিকতাকে মেনে নিন মহাশয়
নৈতিকতা বাধা পেলে হয় অতিশয়,
যা নৈতিক ও আন্তর্জাতিক
তার বিরুদ্ধে কেন তাদের বাতিক।