এমনই কিছু তথ্য
যেগুলো দেখেছি সত্য,
বিভিন্ন মিডিয়ায়
সবঘটনাই এমন নয়।
সংখ্যালঘুরা কি চাই
তুমি কি জানো ভাই,
সংখ্যাগরিষ্ঠের চেয়ে
বড় হতে চাই ধেয়ে।
যেভাবে নব্বইয়ের চাই'
বড় বলা হয় ছয়,
ছয় কে বড় না বললে
আবারও সংখ্যালঘু শুনলে।
নিজেরা মেরেও ছলে
আমি সংখ্যালঘু বলে,
ন্যায়ের পরেও হেরে যাই
সংখ্যালঘুরই বিজয় হয়।
নিজেদের বাঁচাতে ভাঙ্গে
মূর্তি ফেলে গাঙ্গে,
মুসলিমেরই দোষ দিলে
এমনও নজির মিলে।
কুরআন রাখো মন্দিরে
নিরাপরাধী বন্দিরে,
বানাইয়া দিলে জঙ্গি
অদ্ভুত ছিল ভঙ্গি।
মন্দির ভাঙ্গা ইস্যু
পানকি তাতে কিছু,
মন্দির ভাঙেনা মুসলিমেরা
তারা আরও করে সেবা।
সংখ্যালঘু হিসেবে নয়
স্রষ্টাকে করো ভয়,
মানুষ হিসেবে ধর
মানুষের বিচার কর।
[ উল্লেখ্য : সংখ্যালঘুকে সংখ্যালঘু হিসেবে নয়, মানুষ হিসেবে বিচার করাই উত্তম। ]