ছাত্ররা হলো একত্রিত
সমন্বয়করা দিলো নেতৃত্ব,
সবারই আছে কৃতিত্ব
এটিই আসল সত্য।

কে হবে মাস্টারমাইন্ড
কেন করি ফাইন্ড,
আনছি অন্য তত্ত্ব
এটি নিয়েই মত্ত্ব।

কোথায় ছিল মাস্টারমাইন্ড
কি করেছে বাইন্ড,
সমন্বয়কও জানে না
কেন পাচ্ছে বাহবা।

সাধারণত শিক্ষার্থীদের লক্ষ্য
সরকারের হবোনা বিপক্ষ,
ওরা ছিল ছুটিতে
মাটিতে কে লুটিয়ে।

এটি কোন দলের
সম্মুখে বন্ধুকের নলের,
পিছনে এত ছাত্র
তুমিকি ভাবছো মাত্র।

হয়তো বাড়িতে জানেনা
রাজনৈতিক মনও মানেনা,
তারা ছিল ছদ্মবেশে
আমাদেরই সাথে মিশে।