আপনি যদি ভালোই হন
কেন দুষ্কৃতকারীদের পক্ষ লন,
পড়েন না কেন নামাজ
শুধু করেন এলোমেলো কাজ।

মুখে নেই কেন দাড়ি
নামাজ পড়েন কেন বাড়ি,
কেন মাথায় নেই টুপি
গায়ে নেই কেন পাঞ্জাবি।

সত্য দেখে কেন চুপ
অন্যের জন্য কাটেন কূপ,
কেন বসকে দেন ধূপ
তোষামোদ করেন তাকে খুব।

অন্যকে নিয়ে কেন সমালোচনা
প্রায়ই বাধান কেন ঝামেলা,
মিষ্টি করে কথা বলেন
সমস্যা করে গা ডলেন।

তবে কিছু লেবাসধারীও খুব
দেখা যায় তাদের ভিন্নরুপ,
খুবই খারাপ করে কাম
তাদের জন্যই হয় বদনাম।