মানুষের প্রয়োজনে সংবিধান
মোঃ আব্দুল আলিম

মানুষের প্রয়োজনেই রচিত হয় সংবিধান,
মানুষকে বঞ্চিত করলে কেমন বিধান।
আমাদের মহান সংবিধান অনেক বড়,
মানুষের প্রয়োজনে আবার পরিবর্তন কর।

যারা দেশ নির্মাণে অংশ নিবে,
অনগ্রসরকে কেন সে দায়িত্ব দিবে।
অনগ্রসর বা অবদানকারীকে সুবিধা দাও,
দাও তাকে ঘরবাড়ি, খাবার ফাও।

বিদেশিরা কেন এত উন্নত? জান,
তারা মেধাকে মূল্যায়ণ করে, মান।
আর আমরা নিজেকে ও জ্ঞাতিকে,
সুবিধা দিতে ধ্বংস করি জাতিকে।