বৈষম্য যখন ভাঙল বাঁধ  
তাদের জাগলো অনেক সাঁধ,
রাজনীতি নয় শুধু স্বার্থ  
তারা নতুন পথে নয় দ্ব্যর্থ।  

সবার অধিকারের সুর  
তাদের হাতে সব কিছু জুড়,
গঠন হবে এক রাজনৈতিক দল  
নতুন সরকারের সূচনা কাল।

বঞ্চিত যারা যুগের পর  
এবার এল তাদেরই ঘর,
বৈষম্য টুটে নতুন আশা  
সাম্যবাদে শুরু হলো ভাষা।

তারা হয়েছে অনেক অভিজ্ঞ
সরকার গঠনে দৃঢ় প্রতিজ্ঞ,
ছাত্রের কণ্ঠে জাগরিত সুর  
বৈষম্য মোচনে হবে দূর।