এইচএসসি রেজাল্ট এলো
অভিনন্দন সবাই পেলো,
ভর্তি পরীক্ষা শীঘ্র শুরু
সাধ্য দিলেই জয় হবে গুরু।

ঢাকা রাজশাহী সাথে
ইসলামীতে ভর্তি পথে,
মরণপণ চেষ্টা করো
কৌশলী হয়ে লক্ষ্য ধরো।

কি পড়বে আর কি না
গুরুত্ব দিয়ে ভাবো সনা,
সময় কম পড়া বেশি
সংগ্রাম করে নতুন শিখি।

অর্থ কষ্ট চিন্তা নাই
আলিম স্যারের পাশে তাই,
অল্প ফি তে পড়ান তিনি
কৌশল দিয়ে দেন নতুন গিনি।

দাগিয়ে পড়া কৌশল মাখা
বিশ্ববিদ্যালয়ে সিট হবে রাখা,
দেরি করো না যোগাযোগ করো
সাফল্যের পথে সঠিক ধরো।