স্বভাবনামা
এম এম এইচ মুকুল
৩০.১১.২০২৩ খ্রি.
পদ্মার পাড়ে উথাল পাথাল ঢেউ
নয়নার বয়স কিন্তু ষোলর কাছাকাছি,
দ্বিতীয়বার না তাকাইয়া চোখ ফেরায় না কেউ।
রুমাল ছাইড়্যা টিস্যু ধরছে হনু চাচির পোলা
নয়নারে ডিঙাই গেছে বছর দুই
এখনও বুক বরাবর বোতাম খোলা;
আড়ালে আবডালে কিছু একটা খুঁইজ্যা ফিরে।
বাকি যারা দলে চলে, হেলে দুলে
ধোয়ার কুন্ডুলি আঙ্গুলে প্যাঁচায় অবিরাম
হারান গাছির মরা গাব গাছে হলুদ কাপড় ওড়ায়।
'ওই হালার পুতেরা! ' চিল্লাইয়া কয় সতীশ পাগলা
' বাপের ছেরাদ্দ পাইছো নাকি?
কল্কির ছাপ মাইর্যা দিমু কইলাম,পাছার মইধ্যে '
নিজের লুঙ্গি খুলে দৌড় দেয় বিশ্বাস বাড়ির পেছন দিয়ে।