শোন হে অনাগত ভবিষ্যতের মানুষ,
আমি আজ একটি কবিতার কথা বলবো-
একটি শিরোনামহীন কবিতা।
এ কবিতার জন্ম হয়েছিল উদ্ধত মেশিনগান থেকে, অপ্রতিরোধ্য মর্টারের বারুদ থেকে।
এ কবিতা লেখা হয়েছিল বুলেটের ক্ষিপ্রতায়,
এ কবিতা সৃষ্টি হয়েছিল ইবলিশের মিত্রতায়।
এ কবিতার কোন ছন্দ ছিলনা
কারন ছন্দ পতনই এর লক্ষ্য ছিল।
কালো বুটের ভারি শব্দ আর বুলেটের দ্রিমিদ্রিমি
গিলে খেয়েছিল ছন্দের মস্তিষ্ক।
এ কবিতায় কোন উপমা ছিলনা
কারন রক্তের নদীতে ডুবেছিল উপমিতের প্রাণ।
এ কবিতার তাল লয় কিছুই ছিলনা
কারন রাসেলের নিস্পাপ আত্মার আকুতি ধরণীকে করেছিল স্তব্ধ..নির্বাক।
এ কবিতায় অনুপ্রাস ছিলনা
কারন বুট..বুলেট আর চিৎকার
বদ্ধঘরের ঋদ্ধ কবিতার কণ্ঠ ধরেছিল চেপে।
শয়তানেরা ক্ষমতার দৈর্ঘ মেপে মেপে
ঝাঁঝরা করে বাংলার বুক,
সিঁড়িতে ধ্বসে পড়ে বাঙালির চেতনার মুখ।
সে মুখ ছিল জনকের
সে মুখ ছিল জননীর,
চারপাশে ছিল কামাল জামাল রাসেল
সুলতানা আর রোজির রক্তে আঁকা দৃশ্যকল্প,
ছিল নাসের সিদ্দিকুর জামিল মাহবুবুলের নিথর দেহ।
ছিল শেখ মণি দম্পতি, তাদের না দেখা সন্তানের মুখ
সেরনিয়াবাত পরিবারের ছয়জনের বুলেট ঝাঁঝরা বুক।
কী শিরোনাম হবে এই কবিতার?
লাশের পরে লাশ?
খুনিদের পৈশাচিক উল্লাস?
বত্রিশ নম্বর বাড়ির দীর্ঘশ্বাস?
নাকি আগষ্টের রক্তাক্ত ইতিহাস?
এ দায়িত্বটা তোমাদের হাতেই দিলাম
হে অনাগত ভবিষ্যতের মানুষ।
---------------------------------------------------------------------
https://www.kobitacocktail.com/new/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%AE-%E0%A6%8F%E0%A6%AE-%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%81/
★রিপোস্ট★