#পুরুষ-মানুষ!
-------এম.এম.এইচ.মুকুল
    

রাত নিঝুম হয়
থেমে যায় সমস্ত কোলাহল,
পৃথিবী ঘুমায় নিঃশব্দের করিডোরে
আঁধারে আতাত করে প্রেমের নৈবেদ্য,
ভোরের জরায়ু চিরে ধীরে ধীরে বেড়িয়ে আসে সভ্যতার লাশ;
সাহেবি পোশাকের আড়ালে নিত্য গিলে দুর্গন্ধের কামুক জল।
পেশায় নেশা নেই
বিবেকের দরোজা নেই
চারদিকে শুধুই স্বার্থের খোলা বারান্দা।

বোধের আলো ধর্ষিত হয় অহরহ
সময়ের বুক পকেটে জমে ওঠে অচৈতন্যের ঘোলাজল।
অন্ধ সমাজ
ভূলুন্ঠিত জায়নমাজ
দ্রাক্ষারস পতিত হয় যুবতী নদীর তলপেটে।

খাতায় রেখোনা দায়
বোধের ঘরে বাড়াও আয়,
মস্তিষ্কের সেলে সেলে হোক তোলপাড়
হে বন্ধু,পুরুষ হয়োনা শুধু..মানুষ হও এবার।
------------------------------------------------------------------------------
কুমুল্লী, মানিকগঞ্জ সদর।
০৯ মার্চ,২০২৫ খ্রি.