প্রেমাসক্তি

কানের কাছে মুখ নিয়ে কয় নিলু
একটু যদি ভালবাসা দিতি,
নীল সাগরের গহিন জলের তলে
আমায় যদি ডেকে নিয়ে যেতি।
লড়তে পারি মরতে পারি আমি
ধরতে তোকে পারিনাতো তবু,
যাইতে পারি সপ্ত আকাশ ছেড়ে
ছাড়তে তোকে পারবোনাতো কভু।

চাস যদি তুই প্রাণটা দেবো তুলে
থাকিস যদি খানিক সময় ভুলে।
-----------------------------
এম এম এইচ মুকুল
কুমুল্লী, মানিকগঞ্জ সদর।
২২ জানুয়ারি, ২০২৫ খ্রি.