পরিচয়
এম এম এইচ মুকুল
১৮ জুলাই, ২০২৪ খ্রি.
কোন কোন মৃত্যু জীবনকে মহান করে
কোন কোন মৃত্যু জাতিকে লজ্জায় ফেলে
কোন কোন মৃত্যু লক্ষ জীবনকে ডেকে আনে বদ্ধভূমিতে।
এ কেমন মৃত্যু?
অধিকার আদায়ের লড়াইয়ে
দু'বাহু বাড়িয়ে
বুকের জমিনে বপন করে নিলো বুলেটগুচ্ছ।
এ কেমন মৃত্যু?
যুদ্ধ নেই,শত্রু নেই
নেই প্রতিপক্ষ
তবু মৃত্যুর দূত আসে ক্যাম্পাসে রাজপথে।
আর কোন মৃত্যু নয়
আর কোন বিভাজন নয়;
এসো বন্ধু,সত্যকে আলিঙ্গন করি
আঁধারের আক্রোশ পেরিয়ে খুঁজে আনি আলোর ধাম।
এক সাথে জাগি সত্যের মহিমায়
আমরা বাঙালি
এটাই হোক আমাদের পরিচয়।