অচ্ছুত শব্দজট
এম এম এইচ মুকুল
৪ মে,২০২২ খ্রিঃ
দেশ আছে ভূখন্ডের মাপে
পতাকা আছে জ্যামিতির খাপে
স্বাধীনতা আছে মেপে মেপে।
লাল পিঁপড়ের কামড়ে স্বাধীনতার পরাগায়ন হয়
সযত্নে বেড়ে ওঠা কবিতার শরীরে উৎকীর্ণ হয় বিধি নিষেধের সীল
জ্ঞানের অসীম চর্চায় চোখ রাঙায় সীমানার প্রাচীর
ভাত আর ভাতার দাবিতে বিরাঙ্গনা হয় বারাঙ্গনা।
কবির উপবাস কবিতার নাভিমূলে অশ্রু জমায়
কলম যেন জলমগ্ন নদীর অতল গহবর
শুধু বুদবুদ উঠে পোয়াতি নগরের তলপেটে।
নৈশব্দের মোড়কে শব্দের ঠোঙ্গা এখন উড়ে উড়ে বেড়ায় সব্জির দোকানে.. মুদিখানায়,
মানুষ কেবল বাতাস গিলে অচ্ছুত প্রেম পাড়ায়।
মাছের তেলে মাছ ভাজি
ভোজ্যতেলের অকাল বার্ধক্যে চারপাশে হাহাকার
তেলবাজিতে সয়লাব দেশ, আদাব সালাম নমস্কার।
আমরা জনতা চোখ বুজে হাঁটি
পেটে নয়, পিঠে নিয়ে উন্নয়নের জোয়ার।