ও মেয়ে তুই
এম এম এইচ মুকুল


ও মেয়ে তোর নামকি শিউলি, জবা, বকুল?
ঠোঁট বাঁকিয়ে চলেই যাবি?
দীল ভরা কী পিরীত পাবি?
সাগর ফেলে পুকুর জলে গা ভিজাবি?

ও মেয়ে তুই থাকিস কোথায়, আকাশ পাড়ায়?
ঘন মেঘের পরশ নিবি?
বৃষ্টির ফোটায় ঠোঁট ভিজাবি?
আমার আছে শূন্য হৃদয়, ফুল ফোটাবি?

ও মেয়ে তোর মন জানালায় রঙিন ঝালর
জোৎস্না খেয়ে মাতাল হোবি?
শব্দে বাক্যে আঁকবি ছবি?
আমার লেখার খাতার পাতায় ছন্দ দিবি?

ও মেয়ে আজ লাজ শরমের নিলাম হবে
হাসির দামে মনটা নিবি?
সন্ধ্যা দিলে সকাল পাবি
শিশির ভেজা ভোরের বাতাস গায় মাখাবি।

ও মেয়ে তুই বল্ না কিছু চোখের ভাষায়
ও মেয়ে তোর নিরবতা মনটা কাঁদায়।