জলের বড়ি
এম এম এইচ মুকুল
রচনাঃ ১৭ এপ্রিল, ২০২৪ খ্রি.
ক্যামনে তুমি জেনে গেলে
ক্যামনে বুঝলে অবুঝের সুখ
ঝড়ু দাদাতো ঝরের গতিতে ভাইঙ্গ্যা দিলো বুক।
বিয়াই বাড়ির পান
উজানে টাইনা আনে বেয়াইনের জান
উঁচু নিচুর ভেদ খোলসা হইলো না
গতর খারাপের ভাব ধরিলা।
অত:পর মন খারাপ
রাইতের আন্ধারের মতন বাড়বাড়ন্ত ছায়া
দিনের সূর্যের গর্তে ঢুকাইয়া দিলো কোন্ বাড়ির মেয়ে?
ও মেয়ে তুই চইল্যা যা,
কলসি ভইর্যা হাসি লইয়া চইল্যা যা।
বৌদি যদি জিজ্ঞেস করে-বলিস,
আকাশের তলপেটে মেঘের নাইওরী ডাকছে,
আমার দ্যাশে সাধু পুরুষের ছায়া পড়ছে;
আমি জলদেবতার মুখে জলের বড়ি চিবাইয়া খামু।