কবিতা- জায়েজনামা
----------------------------------
বাইরে যখন প্যাঁচানো দিনলিপি
তোমার সময়ের কলসি ভরে বয়সের জল মাপে
আদিস্বরের তুফান কণ্ঠের নিম্নাঞ্চলে বালুর ঢিবি সাজায়;
কখনও কখনও সূনামি হয় লজ্জা লুকানোর গোপন ঘরে।
তোমার হাঁটা পথ পোয়াতি হয়
বেশ্যার গতর খুলে বয়সের বিস্ফোরণ ঘটে
হা করা মুখ থেকে দুই ঠোঁটে লালা ঝরে,
লোভের গামলা ভরে ওঠে নাপাকি ইনকামে।
ভেতরে মোসাফাহায় হাত মেলায় হুজুরের হাতে।
যা পাচার হয়ে যায় তা শুধু দাতা'ই টের পায়,
জায়েজনামা ছড়িয়ে পড়ে অনাচারের রঙিন খামে;
মুসুল্লিরা মারহাবা ধ্বনিতে দোযখের আগুন নেভায় (?)
-----------------------------------------------------