বোধের নানান রঙ
এম এম এইচ মুকুল

মননে কবিতা নেই
বোধ মাপা ফিতা নেই
নিরবধি কথা বাঁধি নিজ স্বার্থের শেকলে।

মনে মন জেগে থাকে
ঘুম চোখ স্বপ্ন আঁকে
অগোচরে মলম মাখে বিবেকের বাকলে।

নাকফুল কানে দুল
দৃষ্টিজুড়ে সর্ষে ফুল
ভুল পথে ছুটে রথ,অনাবাদি জলসায়।

চাঁদ তারা দিশেহারা
ভেজা নদী জল ভরা
জীবনের এই পাঠ এখানেই থেমে রয়।