বাসন্তিক বার্তা
এলো বসন্ত
জাগো ঘুমন্ত
যত তরুন যুবার দল,
মিথ্যার আলপনা
অলিক কল্পনা
মুছে দাও সব অশ্রুজল।
বাধাতো আসবেই
বিরোধতো থাকবেই
ন্যায়ের পথ বড়ই কন্টকময়,
বুকে রাখো বল
করিওনা ছল
সত্যেই জীবন শান্তিময়।
যারা গুণিজন
নাইবা থাকুক ধন
শ্রদ্ধায় করিওনা ভুল,
আপন স্বার্থে নয়
অন্যের ভাল হয়
সেই কাজে থেকো মশগুল।
------------------------------------
এম এম এইচ মুকুল
কুমুল্লী, মানিকগঞ্জ
১৪.০২.২০২৫ খ্রি.