আমরা আরও বিপ্লবী চাই
এম এম এইচ মুকুল
১০ নভেম্বর, ২০২৪ খ্রি.


আমরা আরও বিপ্লবী চাই
বোধের উপত্যকায় নতুন ফসলের মাঠ চাই
পদ্মমূলে উর্বর মস্তিষ্কের নতুন শপথে জোটবদ্ধ দিবস চাই।
নতুন কোন তান্ত্রিকের অন্ধকারের আগল খোলার আগেই রঙ মাখানো রোদ্দুর চাই,
পাতানো সম্পর্কের বাসর সাজানোর আগেই  জোনাকি রাত  চাই।
আমনের ডগা কার্তিকের জোৎস্না গিলে পুষ্ট হলেই সোনালি ঘর হবে
রাত দিনের প্রগাঢ় অভিলাষ মস্তিষ্কের কন্দরে শিশিরমাখা বিছানা হবে।
তোমাদের বিশ্বাসের সাধনা প্রদোষের নিরবতা ছুঁয়ে গেলে
মনুষ্যত্বের নরম বুকে রোপণ করে দিও আলোর বীজ
প্রতিজ্ঞার প্রদীপ জ্বালিয়ে রেখো
সভ্যতার ধাপে ধাপে গ্রন্থিত হবে তোমাদের কীর্তি।
---------------------------------------------------------------------------------কুমুল্লী, মানিকগঞ্জ সদর।