আমি বাংলার বরপুত্র
এম এম এইচ মুকুল
০৫ জানুয়ারি , ২০২৫ খ্রি.

আমাকে খুঁজতে যেওনা নীল যমুনার পারে
ভীর করো না প্রেমসৌধ তাজমহলের দ্বারে,
আমার প্রাণের স্পন্দন পাবে না পিড়ামিডের শৈল্পিকতায়
আমার ঠিকানা লক্ষ শহিদের পুণ্যভূমি এই বাংলায়।

আমার ঠিকানা মা আর মাটির আঁচলে বাঁধা একখানা দো'চালা ঘর,
সবুজের আস্তিনে জড়ানো উঠোনের লাউয়ের মাচা
দক্ষিনে নৃত্যরত নিমের শাখা;
তার পাড় ঘেষে জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকা নারিকেল সারি।
সকালের কাঁচা রোদে ফিক করে হেসে ওঠা ঘাট ফুল
মাঝখানে দুপুরের পুকুরে প্রাণ জুড়ানো ডুব সাতার
বিকেলকে ডেকে আনা হিজলের ছায়া
দিগন্তের ওপারে আকাশ মাটির স্পর্শের শিহরণ
এসবের মাঝেই আমার সন্ধ্যার আয়োজন।

আমাকে মোহনীয় পৃথিবীর এ্যান্টিলপ গিরিখাতে পাবে না কেউ,
লাদাখের অনিন্দ্য সৌন্দর্যের লিলাভূমিতেও নেই আমার পদচিহ্ন।
আমার ছায়া পড়ে আছে নীলাদ্রি নীলাচলের পাথরের ভাঁজে ভাঁজে,
দূরন্ত পাহাড়ি বালিকার হাসির ঝলকে;
আমার গায়ের গন্ধ পাবে কৃষান কৃষানীর উঠোনভর্তি সোনালি ধানের শীষে,
জলাধারে,পানকৌড়ির কৃষ্ণ ঠোঁটে ;
ঈষৎ অন্ধকারে ডুমুরের ডালে বসা রাত জাগা পাখির চোখে।

আমাকে পাবে বাংলার প্রতিজন যুবক যুবতির স্বপ্নের সিঁড়িতে,
পদ্মার বুকে দাঁড়টানা মাঝির কণ্ঠে তোলা ভাটিয়ালি সুরে।

আমাকে পাবে টাঙ্গাইলের কাগমারীতে,
মৌলানা ভাষানির তেজস্বী বাগ্মিতায়।
আমাকে খুঁজে পাবে ঢাকার পল্টনে,
সংগ্রামী শেখ মুজিবের তর্জনীর ডগায়;
আমাকে পাবে কালুরঘাট বেতারকেন্দ্রে
মেজর জিয়ার দীপ্ত উচ্চারণে।
আমাকে পাবে শহিদ মিনারে মাথা নত না করার দৃপ্ত শপথে,
আমাকে পাবে সাভারে,
হার না মানা বাঙালির চির উন্নত শিরে।
আমাকে পাবে স্বাধীনতা সংগ্রামে,
বুলেটবিদ্ধ যুবকের অসহ্য যন্ত্রণায়,
মুক্তিযুদ্ধে,
সম্ভ্রমহারা বোনের বোধহীন উদাস দৃষ্টিতে।
আমাকে পাবে ৯০ এ নূর হোসেনের বুকে পিঠে
২০২৪ এর অগনিত শহীদমাতার তপ্ত বিগলিত অশ্রুধারায়।
আবু সাইদের প্রসারিত দুই বাহুর মধ্যখানে।
১৭৪৭ হতে ২০২৪ এর প্রতিটি মুহুর্তে
টেকনাফ হতে তেতুলিয়ার প্রতি ইঞ্চি জমিনে;
আমাকে খুঁজে পাবে সর্বক্ষণ সর্বত্র
বাংলাই আমার ঘর, আমি বাংলার বরপুত্র।
--------------------------------------
এম এম এইচ মুকুল
গ্রামঃ কুমুল্লী, ডাকঘর বরুন্ডী, মানিকগঞ্জ সদর।
মোবাইল নংঃ ০১৭১৮৭৯১৪৯০