মহাসড়কে আলোর মিছিল, প্রাণের উন্মাদনা। হঠাৎ নেমে এলো জমাটবদ্ধ অন্ধকার, মৃত্যুর পরোয়ানা। ক্যাম্পাসে রাস্তায় শাসকের বুট আর বুলেটের খই ফূটানো শব্দ, বুকফাটা আহাজারি-আর্তনাদ, তারই মাঝে অন্ধকারের জীবগুলোর পৈশাচিক উল্লাস।
ভাই আর বোনের বুকের রক্ত মেখে নিষ্ঠুর হোলি খেলা
আবু সাইদ, সবুজ,মুগ্ধ,শান্ত -----
আরও কত নাম আরও কত তাজা প্রাণ ---
এই একেকটি নাম একেকটি সূর্যশিখা হয়ে আলো ছড়াতো পঞ্চান্ন হাজার বর্গমাইল।
এক ঝাঁক অন্ধকার ছুটে এসে গ্রাস করে নিলো আলোর সবটুকু বলয়। আরও অন্ধকার। মনের ভেতর অন্ধকার, শিক্ষালয়ে অন্ধকার, অফিস আদালতে অন্ধকার, রাস্তার মোড়ে মোড়ে,সমাজের বাঁকে বাঁকে শুধুই অন্ধকার,অন্ধকার আর অন্ধকার।
হঠাৎ আবার জ্বললো আলো, রাস্তা জুড়ে, দালান ঘরে, স্টেশনে,মাঠে ঘাটে। গ্রাম থেকে গ্রামান্তরে, ইট পাথরের শহর জুড়ে, ঝাঁকে ঝাঁকে ফুটলো আলো, আলোয় আলোয় ডুবলো কালো। অন্ধকার সব পালিয়ে গেল। স্বাধীনতা উঠলো জেগে নতুন ভোরে, তবু কিছু রক্তচোষা রইলো পড়ে, ওদের পায়ে শিকল পড়াও আইনী ঘরে।